জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনের রোড় ম্যাপ ঘোষণা করা হয়েছে। আগামীকাল ৩১ ডিসেম্বর নির্বাচনের লক্ষ্যে গঠন হবে কমিশন।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাকসু নির্বাচনের জন্য কমিশন গঠন করা হবে ৩১ ডিসেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ১০ জানুয়ারি।
এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হবে ২৫ জানুয়ারি এবং নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে ফেব্রুয়ারির ১ তারিখে।









