সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের জেরে গেল বছর থেকেই সংবাদের শিরোনামে বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি রুপির মামলায় গত এক বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন জ্যাকুলিন। তাই তো জ্যাকুলিনের দাবি, তার জীবন তছনছ করে দিয়েছেন সুকেশ।
তবে মুদ্রার উল্টা পিঠটা খাণিকটা ভিন্ন। জ্যাকুলিনের মনে সুকেশকে ঘিরে ক্ষোভ থাকলেও সুকেশ যেন আজও ভালোবাসেন জ্যাকুলিনকে। যার প্রমাণই মিললো এবার আদালত প্রাঙ্গণে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালত থেকে বের হন সুকেশ। এসময় কয়েকজন সাংবাদিক তাকে ঘিরে ধরেন। তার বিরুদ্ধে তোলা জ্যাকুলিনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুকেশ বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
এ সময় জ্যাকুলিনের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জানতে চান আরেক সাংবাদিক। জবাবে সুকেশ বলেন, ‘ আপনি কাউকে ভালোবাসলে তাকে রক্ষা করার চেষ্টা করবেন। আমার পক্ষ থেকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জ্যাকুলিনকে পৌঁছে দেবেন।’
২০২১ সালের ৮ আগস্টের পর সুকেশের সঙ্গে কথা হয়নি জ্যাকুলিনের। তা জানিয়ে এই অভিনেত্রী বলেছিলেন, ‘এ দিনের পর সুকেশের সঙ্গে আর কথা হয়নি। পরে জানতে পারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশ ধারণ করার অপরাধে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
সূত্র: পিঙ্কভিলা







