জ্যামাইকান স্প্রিন্টার শেরিকা জ্যাকসন প্যারিস অলিম্পিকের ১০০ মিটারের দৌড়ে অংশ নেবেন না। বুধবার গেমসের পঞ্চম দিনে সংবাদ সম্মেলন করে অলিম্পিক কর্তৃপক্ষকে তথ্যটি জানিয়ে দিয়েছেন। কী কারণে ইভেন্টে অংশ নেবেন না সেটি জানাননি।
পরিবর্তে জ্যামাইকান ট্রায়ালে চতুর্থ হওয়া শশালি ফোর্বস অংশ নেবেন। জ্যাকসন ২০২০ টোকিও অলিম্পিকে ১০০ মিটারের ট্র্যাকে ব্রোঞ্জ পদক এনেছিলেন। তারকা জ্যামাইকার ২০০ মিটারের রিলেতে দৌড়াবেন কিনা সেটি অলিম্পিক কর্তৃপক্ষকে এখনও নিশ্চিত করেননি।
শুক্রবার স্টেড ডি ফ্রান্সে অলিম্পিকের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটারের দৌড় হবে। এবছরে হাঙ্গেরিতে অলিম্পিকের প্রস্তুতির সময় পায়ে ক্রাম্প হয়েছিল জ্যাকসনের। সেসময় তার কোচ জ্যামাইকান ওয়েবসাইটে জানিয়েছিলেন ‘তাকে দেখে ঠিকঠাক’ মনে হয়েছিল।
ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অ্যালাইন থম্পসন হেরাহ চোটের কারণে প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন না।









