Site icon চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ সিরিজের মাঝপথে দেশে ফিরছেন জ্যাকস

তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে দুটি জিতে সিরিজ নিশ্চিত করে বসে আছে ইংল্যান্ড। তবে সিরিজ শেষ না করে মাঝপথেই দেশে ফিরে যেতে হচ্ছে ২৪ বর্ষী ডানহাতি ব্যাটার উইল জ্যাকসকে। অফস্পিন করতে পারা এ ব্যাটার ঊরুর চোটে পড়েছেন।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানের বড় ব্যবধানের জয়ে টাইগারদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে জস বাটলারের ইংল্যান্ড। ওই ম্যাচে ফিল্ডিং করার সময় আঘাত পান জ্যাকস। তিনি ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে যাবেন’, ইসিবির এক মুখপাত্র গণমাধ্যমে বলেছেন এমনই।

গত সেপ্টেম্বরে টি-টুয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক জ্যাকসের। চোটে আইপিএলে খেলাও অনিশ্চয়তার মধ্যে পড়ল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিলামে ৩.২ কোটিতে তাকে দলে টেনেছে।

নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে ৬ উইকেট নেয়া জ্যাকসের বিকল্প খেলোয়াড়ের নাম জানায়নি ইংল্যান্ড। ফলে সোমবার তৃতীয় ওয়ানডে বা টি-টুয়েন্টি সিরিজে বাকি ১৩ খেলোয়াড় থেকে সেরা একাদশ বাছাই করতে হবে ইংল্যান্ডকে।

Exit mobile version