জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্ভুত পরিস্থিতি কারণে এবং নিরাপত্তা বিবেচনায় আজ বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার ১৭ জুলাই বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বুধবার বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পত্রের সূত্র ও সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তবে ক্যাম্পাস বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। এদিকে হল ত্যাগের নির্দেশের প্রতিবাদে জাবির প্রশাসনিক ভবন ঘেরাও করেছে বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে।









