২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর ২’। যার সাফল্যের পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) মুক্তি পেয়েছে এই অভিনেতার আরেক সিনেমা ‘জাত’। আর মুক্তি পেয়েই বক্স অফিসে রীতিমত ধামাকা দেখাচ্ছে এই সিনেমা।
বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির প্রথম দিনে ‘জাত’ ছবিটির আয় দাড়িয়েছে ৯ কোটি রুপি! দ্বিতীয় দিনে যা ছিল ৬.৭৫ কোটি রুপি। তৃতীয় দিনেও সেই আয় বেড়ে দাড়িয়েছে ৯ কোটি রুপি। অর্থাৎ তিন দিন মিলিয়ে ছবিটি মোট আয় করেছে ২৫.২৫ কোটি রুপি। যা সালমানের ‘সিকান্দার’ এর তুলনায়ও বক্স অফিসে জমে উঠেছে।
‘জাত’ ছবিটির পরিচালনা করেছেন তেলুগু পরিচালক গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজনায় মাইথেরি মুভি মেকারস। সানি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের, রেজিনা কাসান্দ্রার মতো অভিনেতারা। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে ঋষি পাঞ্জাবি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করছেন এস থামান।









