আমাদের একটি অংশ নির্বাচনে গিয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরে বলেছেন, আমরা নির্বাচনে গিয়েছি একথাটি যেমন সত্যি, তেমনি আমরা নির্বাচনে যাইনি এ কথাটিও সত্যি।
সোমবার ২১ অক্টোবর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, আমাদের একটি অংশ নির্বাচনে গিয়েছে, অন্য একটি অংশ নির্বাচনে যায়নি। সুতরাং আমাদের ক্ষেত্রে দুটোই সত্য। এছাড়া ২০১৮ সালে তো সবাই নির্বাচনে গিযেছে। তাই আওয়ামী লীগকে বৈধতা শুধু জাতীয় পার্টি একা দেয়নি।
তিনি বলেন, শেখ হাসিনা সবার মনে ভীতি ও হতাশা তৈরি করে রেখেছিল। সেই হতাশাজনক পরিস্থিতিতে থেকে আমাদের রাজনীতি করতে হয়েছে। ঋণ নিয়ে দেশকে দেউলিয়া করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ কোনো অনুসরণীয় দল হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
জিএম কাদের বলেন, আলোচনায় ডাকা না ডাকা তাদের বিষয়। তবে আপত্তি হচ্ছে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে তারা। সমন্বয়ক সরকার নয়। তবে আমরা দেখতে পাচ্ছি বন্ধুকে শত্রু বানানোর চেষ্টা হচ্ছে।
মন্ত্রীত্বের লোভে ২০২৪ এর নির্বাচনে গিয়েছি এ কথা সঠিক নয় উল্লেখ করে জিএম কাদের বলেন, হয়রানিমূলক মামলায় বর্তমান সরকার জড়িত নয়।









