ইটালির মাফিয়া বস মাত্তেও মেসিনা ডেনারো মারা গেছেন। তিনি চলতি বছরের শুরুতে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত দেশটির অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ছিলেন।
বিবিসি জানিয়েছে, ৬১ বছর বয়সী ডেনারোকে কুখ্যাত ‘কোসা নস্ট্রা’ নামক মাফিয়া গ্রুপের প্রধান হিসেবে ধারণা করা হতো। তিনি ‘কোসা নস্ট্রা’ গ্রুপের বিভিন্ন কারসাজি, অবৈধ বর্জ্য ডাম্পিং, মানি লন্ডারিং এবং মাদক পাচারের তদারকি করতেন। তিনি ১৯৯৩ সাল থেকে পলাতক ছিলেন। মেসিনা ডেনারো ওই সময় বিভিন্ন জায়গা থেকে লুকিয়ে তার অধীনস্থদের আদেশ জারি করতেন বলে মনে করা হয়।
প্রায় ৩০ বছর পলাতক থাকার পর চলতি বছরের জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন এবং গত মাসে তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। ক্যান্সারের জন্য সাম্প্রতিক মাসগুলোতে তিনি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাচ্ছিলেন কিন্তু সর্বশেষ অপারেশনের পরে তিনি সুস্থ হননি বলে জানা গেছে।
স্থানীয় মিডিয়ার মতে, শুক্রবার মধ্য ইটালিয় শহর লা আকিলার একটি হাসপাতালে তিনি কোমায় চলে যান। এর আগে তিনি অনুরোধ জানিয়েছিলেন, তাকে যেন কোন আক্রমনাত্মক চিকিৎসা না দেওয়া হয়। লা আকিলার মেয়র পিয়েরলুইগি বিওন্ডি ডেনারোর মৃত্যু নিশ্চিত করে এক্সে (টুইটার) করা এক পোস্টে লিখেছেন, তিনি কোন অনুশোচনা ছাড়াই বেঁচে ছিলেন।
ডেনারোকে অসংখ্য খুনের জন্য দায়ী বলে মনে করা হয়। ১৯৯২ সালে মাফিয়া বিরোধী প্রসিকিউটর জিওভান্নি ফ্যালকোন এবং পাওলো বোরসেলিনোর হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে ২০০২ সালে তার অনুপস্থিতিতেই বিচার শুরু হয়। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।







