অবরুদ্ধ গাজায় সহায়তা পাঠাতে যাওয়া আন্তর্জাতিক নৌ-অভিযান ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে সরে দাঁড়িয়েছে ইতালি।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইতালীয় যুদ্ধজাহাজ আর বহরের সঙ্গে থাকবে না। ফলে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলার মুখে আরও ঝুঁকিতে পড়তে পারেন।
৪০টির বেশি নৌযান ও পাঁচ শতাধিক যাত্রী নিয়ে গঠিত এ বহরে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের মানুষ। তাদের লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
ইতালি ফ্লোটিলাকে সাইপ্রাসে থেমে সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে আয়োজকেরা তা প্রত্যাখ্যান করে জানায়, আমাদের যাত্রা চলবেই।
এর আগে গত সপ্তাহে গ্রীস উপকূলে ফ্লোটিলা ড্রোন হামলার শিকার হয়। ফ্লোটিলা সদস্যরা এর জন্য ইসরায়েলকে দায়ী করলেও তেলআবিব অভিযোগ অস্বীকার করে। তবে ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, যেকোনো মূল্যে তারা এ বহরকে গাজায় পৌঁছাতে দেবে না।
ফ্লোটিলার ইতালীয় মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, আজ রাতেই ইসরায়েল আমাদের আক্রমণ করতে পারে। ইতালির প্রতিরক্ষামন্ত্রীও ধারণা করছেন, বহরটি থামিয়ে সদস্যদের আটক করা হতে পারে।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোটিলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আর পোপ লিও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।









