প্যারিস অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সেইন নদীতে বিয়ের আংটি হারিয়ে ফেলেছেন ইতালিয়ান হাইজাম্পার জিয়ানমার্কো তাম্বারি। এজন্য স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন তারকা অ্যাথলেট। উদ্বোধনের সময় ইতালির পতাকা ওড়ানোর সময় ঘটে হারানোর ঘটনা।
৩২ বর্ষী জিয়ানমার্কো পরে সহধর্মিণী চিয়ারা বনটেম্পি তাম্বারির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমার প্রিয়তমা, আমি দুঃখিত, আমি দুঃখিত।’ এমন ঘটনার জন্য নিজের অতিউৎসাহী অবস্থাকে দায়ী করেছেন তিনি।
‘যদি এমন ঘটতে থাকে, যদি আমাকে এই আংটিটি হারাতে হয়, এরচেয়ে ভালো জায়গা আমি কল্পনা করতে পারি না। আংটিটি এখন ভালোবাসার শহরের নদীগর্ভে চিরকাল থাকবে।’
হারানোর ঘটনা বেদনাদায়ক উল্লেখ করে স্ত্রীকেও আংটি সেইন নদীতে ফেলে দেয়ার জন্য বলেছেন জিয়ানমার্কো, ‘তখন তারা চিরকাল একসাথে সেইন নদীতে থাকবে। আমরা নতুন করে একটি কারণ পাবো আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার।’
ইতালিয়ান এ অ্যাথলেট ২০১২ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জিয়ানমার্কো ২০২০ টোকিও অলিম্পিকে হাইজাম্পে কাতারের মুতাজ ইসার সঙ্গে যৌথভাবে স্বর্ণপদক জিতেছিলেন।









