ইটালি অপরাধ কোডে ‘ফেমিসাইড’ বা ‘লিঙ্গ ভিত্তিক হত্যাকাণ্ড’কে অন্তর্ভুক্ত করেছে। যার জন্য শাস্তি হিসেবে আজীবন কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই বিলের সমর্থন জানিয়ে বলেন, এটি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যের প্রতীক। গত বছর ইতালিতে ১০৬টি ফেমিসাইডের ঘটনা ঘটেছে। যার মধ্যে ৬২টি সঙ্গী বা প্রাক্তন সঙ্গীর হাতে।
এছাড়াও, মেলোনির সরকার নারী সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন নারী নির্যাতন কেন্দ্রগুলোর জন্য তহবিল বৃদ্ধি এবং একটি জরুরি হটলাইন চালু করা। তবে অধিকার গোষ্ঠীগুলি সরকারের শাস্তির উপর বেশি মনোযোগ দেওয়ার পাশাপাশি সহিংসতা প্রতিরোধের জন্য যৌন ও আবেগজনিত শিক্ষার উপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।









