চীনে ২০২৫ আন্তর্জাতিক গেমসে এসে মারা গেছেন ইতালিয়ান ওরিয়েন্টিয়ার অ্যাথলেট মাত্তিয়া দেবেরতোলিস। শুক্রবার ওরিয়েন্টিয়ারিং ইভেন্টে অংশ নেন তিনি, প্রতিযোগিতার মাঝে অচেতন হয়ে পড়ে যান। দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল মাত্তিয়াকে।
মঙ্গলবার চীনের চেংডু শহরের একটি হাসপাতালে ২৯ বর্ষী এ অ্যাথলেট মারা যান। মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি। চেংডুতে ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রায় অনুষ্ঠিত হয়েছিল ওরিয়েন্টিয়ারিং ইভেন্টে ছেলেদের মধ্য-দূরত্ব দৌড় প্রতিযোগিতার ফাইনাল। সেখানে অংশ নিয়েছিলেন মাত্তিয়া, দৌড়ের মাঝে লুটিয়ে পড়েন।
ইন্টারন্যাশনাল ওরিয়েন্টিয়ারিং ফেডারেশনের (আইওএফ) সভাপতি টম হলোয়েল বলেছেন, ‘এটা খুবি মর্মান্তিক একটি ঘটনা। এ দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। আমরা গভীরভাবে শোকাহত।’ গেমস আয়োজক থেকে জানিয়েছে, তামাত্তিয়ার পরিবারকে সবধরনের সহযোগিতা করা হবে।
মাত্তিয়া ‘শেষ করেন নাই’ তালিকার ১২ জনের একজন। এটি দ্বারা বোঝায়, কোন না কোন কারণে এই ১২ অ্যাথলেট দৌড় শেষ করতে পারেননি।
অ্যাথলেটিকসের পাশাপাশি মাত্তিয়া একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। সুইডেনে থাকতেন এবং স্টকহোমের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।









