নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা থাকায় এবারের নির্বাচনের ফলাফল ঘোষণা করতে তুলনামূলকভাবে বেশি সময় লাগতে পারে।
আজ (২৬ জানুয়ারি) সোমবার নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি জানিয়েছেন, আজ থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে।
ইসি সচিব বলেন, পোস্টাল ভোট গ্রহণ, ফেরত আসা ব্যালট যাচাই এবং গণনার প্রতিটি ধাপ যথাযথ নিয়ম মেনে সম্পন্ন করতে সময় প্রয়োজন হবে বলে জানান তিনি।
আখতার আহমেদ আরও বলেন, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। প্রচারণার বর্তমান পরিস্থিতি কমিশন নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে।









