চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইটি প্রশিক্ষিত কর্মীরা অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:26 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2024
তথ্যপ্রযুক্তি, মতামত
A A
Advertisements

তানজিল আহমেদ: জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে বিগত সরকারের পতনের পর বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ফলে দেশের অর্থনৈতিক, প্রশাসনিক, এবং আইটি কাঠামোর ওপর যে বিপর্যয় নেমেছে, তা সাম্প্রতিককালে সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অতীত সরকারের সময়ে আইটি খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনা ব্যাপকভাবে অবহেলিত হয়েছে, যার ফলে বাংলাদেশের আইটি খাত বেশ কিছু দেশের পিছনে চলে গেছে।

বর্তমান সরকারের নীতিমালা ও উদ্যোগের মাধ্যমে এই খাত পুনর্গঠন এবং আধুনিকীকরণের প্রয়োজনীয়তা সুস্পষ্ট। অতীতের দুর্নীতির কারণে আইটি খাতের মূল কাঠামো যেমন প্রযুক্তি ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, এবং ডেটা সুরক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইটি খাতের কর্মীদের দক্ষতা ও অবদান ব্যবহারের মাধ্যমে দেশের রেমিট্যান্সে ভূমিকা রাখার সুযোগও ছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

নতুন সুযোগ ও চ্যালেঞ্জ
বর্তমান পরিস্থিতির মধ্যে কিছু নতুন সুযোগও তৈরি হয়েছে। প্রথমত, নতুন প্রযুক্তি ও সফটওয়্যারের উন্নয়ন এবং ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন আনা জরুরি। ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নত করার মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যেতে পারে। দেশের সব সরকারি অফিসগুলোকে ১০০% তথ্যপ্রযুক্তি নির্ভর এবং ডিজিটালাইজ করা উচিত, এবং কোণ সরকারি কাজ ডিজিটালাইজেশন এর বাইরে করা যাবে না।

সাইবার নিরাপত্তা এবং ডেটা সুরক্ষায় নতুন উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ডিজিটাল সম্পদকে সুরক্ষিত রাখার জন্য শক্তিশালী সাইবার সিকিউরিটি নীতিমালা ও কৌশল গ্রহণ করা দরকার। এ ধরনের উদ্যোগ দেশের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ও ড্রাইভিং লাইসেন্স সুরক্ষিত রাখতে সহায়ক হবে।

দেশীয় কোম্পানির সক্ষমতা
এতদিন প্রচলিত ধারণা ছিল যে, বাংলাদেশের স্থানীয় কোম্পানিগুলো ব্যাংকিং, শেয়ার মার্কেট, সিকিউরিটি সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার, ও সরকারের ডাটা সেন্টারের কাজ করতে সক্ষম নয়। কিন্তু এটি একান্তই ভুল ধারণা ছিল। দেশের অনেক কোম্পানি দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন, যারা সরকারি ও প্রাইভেট সেক্টরের আইটি সার্ভিস এবং সাপোর্ট প্রদান করতে সক্ষম।

আইটি খাতে পিছিয়ে পড়ার কারণ
তথ্য উপদেষ্টার তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে আইসিটি ও টেলিযোগাযোগ খাতে ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা সত্ত্বেও বাংলাদেশ ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিগত সেবায় এশিয়ার অনেক দেশ থেকে পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়ার মূল কারণগুলির মধ্যে অর্থের অপব্যবহার ও প্রকল্পের অর্থায়নে দুর্নীতি অন্যতম।

বিগত সময়ে, যেসব কোম্পানি সরকারি কাজ পেত তারা সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রী, কমিটির সভাপতি, পিডি ও ক্ষমতাশীল মহলকে সন্তুষ্ট করে কাজ পেত। অনেক সময় দেখা যায়, এসব কোম্পানির কোনো সুনাম বা অভিজ্ঞতা নেই; তাদের অফিস হয় মাত্র এক কক্ষের বা শুধু ট্রেড লাইসেন্সধারী। সরকারি প্রকল্পগুলোর কমিশন বাণিজ্য ও সময়মতো বিল পরিশোধ না করার ফলে ভাল মানের আইটি কোম্পানিগুলোর আগ্রহ কমছে এবং প্রকল্পের সফল বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে।

বৈদেশিক রেমিট্যান্স
বৈদেশিক রেমিট্যান্সের পরিসংখানে বাংলাদেশের আইটি খাত থেকে বৈদেশিক রেমিট্যান্সের পরিমাণ বাৎসরিক প্রায় ০.৫ বিলিয়ন (৫০০ মিলিয়ন) ডলার থেকে ১ বিলিয়ন (১০০০ মিলিয়ন) ডলার পর্যন্ত। এটি দেশের মোট বৈদেশিক রেমিট্যান্সের একটি ছোট অংশ। বাকী রেমিট্যান্সের বড় অংশ আসে প্রবাসী শ্রমিকদের মাধ্যমে, যারা বিভিন্ন দেশ থেকে অর্থ পাঠান। এই অংশ সাধারণত ২০ বিলিয়ন ডলার বা তার বেশি।

পার্শ্ববর্তী দেশের ও বাংলাদেশের তুলনা করলে, তাদের মোট বৈদেশিক রেমিট্যান্স প্রায় ৮০ বিলিয়ন ডলার, আর বাংলাদেশের মোট বৈদেশিক রেমিট্যান্স প্রায় ২১ বিলিয়ন ডলার। এই ক্ষেত্রে, তাদের আইটি খাতের অবদানটা অনেক বেশি রেমিটেন্সের ক্ষেত্রে। তাদের আইটি খাত থেকে বছরে প্রায় ৪০-৪৫ বিলিয়ন ডলার বৈদেশিক রেমিট্যান্স আসে, যা বাংলাদেশের আইটি খাতের রেমিট্যান্সের তুলনায় অনেক বেশি। যেখানে তাদের মোট বৈদেশিক রেমিট্যান্সের একটি বড় অংশ আসে আইটি খাত থেকে, সেখানে বাংলাদেশের এটি প্রবাসী শ্রমিকদের মাধ্যমে আসে এবং আইটি খাতের অবদান তুলনামূলকভাবে খুবই ছোট।

পরিশেষে বলব, আইটি প্রশিক্ষিত কর্মীদের দক্ষতা ও জ্ঞান দেশের অর্থনীতির জন্য অমূল্য। তাদের দ্বারা প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, যা আমাদের অর্থনীতির সামগ্রিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। সরকারের উচিত ভালো কোম্পানি গুলোকে সামনে নিয়ে আসা, জবাবদিহিতা নিশ্চিত করা, আইটি প্রশিক্ষণ, সফট স্কিল ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্ব দেওয়া, যাতে এই ক্ষেত্রের অভিজ্ঞ কর্মীরা অর্থনৈতিক বিকাশের অন্যতম চালিকা শক্তি হিসেবে দেশে এবং দেশের বাহিরে কাজ করতে পারে।

লেখক: সিইও, সেবাঘর; ডিরেক্টর, বিডিটাস্ক আইটি।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: আইটিআইটি প্রশিক্ষণআইটি প্রশিক্ষিত কর্মী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করলেন সন

পরবর্তী

পোশাক শিল্পের অস্থিরতায় জামায়াতের উদ্বেগ

পরবর্তী

পোশাক শিল্পের অস্থিরতায় জামায়াতের উদ্বেগ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করল জিপিএইচ ইস্পাত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় সবচেয়ে বেশি ভুগছে শিশুরা: জাতিসংঘ

জানুয়ারি 28, 2026

এবার আইস্ক্রিনে আসছে ‘টগর’

জানুয়ারি 28, 2026
ছবি: সংগৃহীত

এই দেশ নিয়ে আজও স্বপ্ন দেখি: মির্জা ফখরুল

জানুয়ারি 28, 2026

অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা

জানুয়ারি 28, 2026

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ আইজিপির

জানুয়ারি 28, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version