বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে যাতে আর কখনও ফ্যাসিবাদ না আসতে পারে তাই নাগরিকদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করা জরুরি। যতক্ষণ তা হবে না ততক্ষণ ফ্যাসিবাদ, সিন্ডিকেট মুক্ত করা সম্ভব হবে না।
শুক্রবার ৮ নভেম্বর দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, ষড়যন্ত্র এখনও চলছে। এই সরকারকে ব্যর্থ করতে অপশক্তিরা সব জায়গায় আছে। এই সরকারকে কোন ভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই করেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। এসময় আমাদের অনেক মানুষ নিহত হয়েছে। অনেককে গুম করা হয়েছে। ফ্যাসিবাদের দোসরা এখনও এখানে আছে, তারা ঘাপটি মেরে আছে। তারা যেকোন সময় আক্রমণ করতে পারে। আমাদের সজাগ থাকতে হবে।
প্রসঙ্গত, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রাসহ ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ এই সংক্ষিপ্ত সমাবেশের পর শোভযাত্রা পালন করবে দলটি।









