পদত্যাগ করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, স্মোট্রিচ এখন তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থী ধর্মীয় জায়োনিজম পার্টির (নেসেট) একজন সাধারণ আইনপ্রণেতা হিসেবে কাজ করবেন।
জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের সাথে নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করার বিষয়ে বিরোধের মধ্যে এই পদত্যাগপত্র প্রকাশিত হয়েছে। এক বিবৃতিতে, ধর্মীয় জায়োনিজম পার্টি ওটজমা ইয়েহুদিত দলের প্রধান বেন-গভিরকে তার, স্মোট্রিচ এবং নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ দলের মধ্যে করা রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে।
এই পদত্যাগের মাধ্যমে স্মোট্রিচ তার দলের প্রতি সমর্থন জানালেও, তাৎক্ষণিকভাবে সরকারের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে দ্বিমত করেন ইসরায়েলের অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এর জেরে তিনি গত জানুয়ারি মাসে পদত্যাগ করেন। তার সঙ্গে তার জাতীয়তাবাদী-ধর্মীয় দল ওজামা ইয়েহুদিতের আরও দুই মন্ত্রীও পদত্যাগ করেছিলেন। পরে মার্চে বেন গভিরকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ দেন নেতানিয়াহু।









