ইসরায়েলের একটি জাহাজে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী। ওই হামলায় ডুবে যায় জাহাজটি।
ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্সটুডে জানিয়েছে গতকাল (২৬ জুন) স্থানীয় সময় বুধবার আরব সাগরে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলের একটি জাহাজে হামলার ভিডিওটি প্রকাশ করে ইয়েমেনি বাহিনী।
‘হাতেম-টু’ নামক ওই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেনি সেনারা ইসরায়েলের যে জাহাজটিতে হামলা চালিয়েছে তার নাম ‘এমএসসি সারাহ ভি’। এই ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো এমন অভিযান পরিচালনা করা হলো।
হাতেম-টু ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্যগুলো হলো, এই ক্ষেপণাস্ত্রে রয়েছে সলিড ফুয়েল প্রপালশন এবং ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম। এছাড়াও চলার সময় ক্ষেপণাস্ত্রটি গতিপথ পরিবর্তন করতে পারে।
বিভিন্ন রেঞ্জের হাতেম-টু ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ভার্সন রয়েছে। ইয়েমেনি সামরিক কর্তৃপক্ষ এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করে থাকে।
সংবাদ মাধ্যম টাইম অব ইন্ডিয়ায় প্রকাশিত নিউজটির ভিডিও লিঙ্ক:









