Site icon চ্যানেল আই অনলাইন

নেতানিয়াহুর বিচার ব্যবস্থার বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ পাঁচ সপ্তাহে গড়াল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের প্রস্তাবিত বিতর্কিত বিচার ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ করছে ইসরায়েলের হাজার হাজার মানুষ। দীর্ঘ পাঁচ সপ্তাহব্যাপী এই প্রতিবাদ ও বিক্ষোভ করছে তারা।

গতকাল শনিবার বিক্ষোভকারীরা তেল আবিবের কেন্দ্রীয় শহরে প্রবল বৃষ্টির কবলে পড়ে, এমন পরিস্থিতিতেও ইসরায়েলের নীল-সাদা পতাকা হাতে নেতানিয়াহুর বিচারমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারা। সারা দেশের প্রায় ২০টি শহরে এই বিক্ষোভ চলছে।

ইসরায়েল সরকারের মতে, প্রস্তাবিত পরিবর্তনগুলি বিচারকদের বাড়াবাড়ি রোধ করার জন্য অনুমোদন করা প্রয়োজন।

সরকারের এমন মন্তব্যের প্রতিবাদ জানায় আইনজীবীসহ বিভিন্ন সংস্থা ও গোষ্ঠী। এই সিদ্ধান্ত ব্যবসায়ী ও নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, ইসরায়েলি সমাজে ইতিমধ্যে এ কারণে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে।

সমালোচকরা বলছেন, সরকারের এই পরিকল্পনা সফল হলে ইসরায়েলি গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এই আইন বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক নিয়ন্ত্রণকে শক্ত করবে এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করবে।

প্রস্তাবিত বিচার ব্যবস্থা মানবাধিকার লঙ্ঘন ও সমকামীতাকে নিরুৎসাহিত করবে এবং ব্যক্তি স্বাধীনতার বিকাশে বাধা প্রদান করবে। তাই সব ধরণের জনগণের স্বার্থের বিরুদ্ধে যাওয়া প্রস্তাবিত এই নতুন আইন মেনে নিচ্ছে না দেশটির জনতা।

Exit mobile version