চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করতে চান নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন: যুদ্ধরত দুটি দেশ ইউক্রেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনুরোধ করলে তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করার কথা বিবেচনা করতে ইচ্ছুক।

গত মঙ্গলবার সিএনএনকে দেয়া একটি সাক্ষাত্কারে নেতানিয়াহু একথা বলেন।

Bkash July

তিনি বলেন, ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সম্মতিতে সঠিক সময় ও পরিস্থিতিতে তিনি এই পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরপরই তাকে মধ্যস্থতাকারী হতে অনুরোধ করা হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তিনি তখন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ছিলেন। প্রধানমন্ত্রী ছিলেন না।

Reneta June

তবে কে বা কারা তাকে এই প্রস্তাব দিয়েছিল সে ব্যাপারে তিনি কিছু বলেননি। তিনি কেবল বলেন, একটি বেসরকারি মাধ্যম থেকে তিনি এই প্রস্তাব পেয়েছিলেন।

Labaid
BSH
Bellow Post-Green View