সম্প্রতি দামেস্কে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। আলেপ্পো বিমানবন্দরেও ইসরায়েলের মিসাইল এসে পড়েছে। ফলে বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে সিরিয়ার প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ইসরায়েল দামেস্কে মিসাইল হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত পণবন্দিদের মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত গাজা স্ট্রিপে কোনোরকম মানবিক সাহায্য পাঠানো হবে না। এমনকি খাবার এবং ওষুধও ঢুকতে দেওয়া হবে না।
উল্লেখ্য, হামাস ইসরায়েলে হামলা চালিয়ে বহু মানুষকে বন্দি করে নিয়ে গেছে। এখনো পর্যন্ত তাদের ছাড়া হয়নি। হামাস জানিয়েছে, ইসরায়েল যেভাবে গাজা স্ট্রিপে আক্রমণ চালাচ্ছে তা বন্ধ না করলে ওই বন্দিদের এক এক করে হত্যা করা হবে। হামাসের এই হুমকির জবাবেই মানবিক সাহায্য বন্ধের কথা জানিয়েছে ইসরায়েল।
এদিকে ইসরায়েল এবং গাজা স্ট্রিপে নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইসরায়েল জানিয়েছে, সেখানে এখনো পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ১৩০০ মানুষ। অন্যদিকে গাজা স্ট্রিপে ১৩৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গাজায় একটি শরণার্থী ভবনে ইসরায়েল হামলা চালিয়েছে বলে হামাসের তরফ থেকে দাবি করা হয়েছে। তাতে নারী ও শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেছে।







