অবরুদ্ধ গাজা শহরে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে সাত শিশুসহ ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
শনিবার ৬ সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার অবরুদ্ধ গাজা শহরে ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে কমপক্ষে সাত শিশুসহ ৫০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। শনিবার ভোর পর্যন্ত উত্তরাঞ্চলীয় নগর কেন্দ্রে ইসরায়েলের আক্রমণ অব্যাহত ছিল। এছাড়াও ফিলিস্তিনিদের বাড়িঘরে মারাত্মক হামলার খবর পাওয়া গেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গাজায় নরকের দরজা খুলে যাচ্ছে। কারণ হিসেবে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী শহরের ঘনবসতিপূর্ণ অংশে একটি উঁচু টাওয়ার ধ্বংস করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, গাজা জুড়ে কমপক্ষে ৬৪ হাজার ৩০০ জন নিহত এবং এক লাখ ৬২ হাজার ৫ জন আহত হয়েছে। আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে মোট এক হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দী করা হয়েছিল।









