গাজায় ইসরায়েলি হামলায় ৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৫৮ জন। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল হামলায় ৫ জন নিহত হয়েছে।
আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের তেল আবিবে ক্ষেপনাস্ত্র হামলার পর বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালায় ইসরায়েল।
এদিকে দুর্ভিক্ষপীড়িত গাজায় জাতিসংঘের ত্রাণবাহী একশ’টি গাড়ী লুট হয়েছে। লুটপাটকারীদের ধরতে চালানো অভিযানের সময় প্রাণ হারিয়েছে ২০ ফিলিস্তিনি। বৈরুতে হিজবুল্লাহ’র ক্ষেপনাস্ত্র হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলার পর একটি ভবনে আগুন জ¦লতে দেখা যায়। এছাড়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।









