চলমান যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তীব্র হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ২৮ জন নিহত এবং কমপক্ষে ৭৭ জন আহত হয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, বুধবার ১৯ নভেম্বর গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। এছাড়া গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া এবং জয়তুন এলাকায় দুটি ভবনও হামলার শিকার হয়। এসব হামলার ফলে একটি পরিবারে বাবা, মা ও তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন।
আইডিএফ জানায়, তাদের লক্ষ্যবস্তুগুলো হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং এই হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন নয়। খান ইউনিস ও গাজা সিটিতে হামাসের পাঁচটি অবস্থানে আঘাত হানা হয়েছে। ভবিষ্যতেও রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এমন অভিযান অব্যাহত রাখা হবে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসকে নিরস্ত্র করার কথা উল্লেখ আছে। সেই শর্তের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।
তবে হামাস এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আইডিএফ হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য দুর্বল যুক্তি দেখাচ্ছে। এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বৃদ্ধি করছেন এবং পুনরায় গণহত্যা শুরু করতে চান। এর পরিণতি ভয়াবহ হতে পারে।









