ইসরায়েল ঘোষণা দিয়েছে, দখলকৃত জেরুজালেমে সৌদি আরবকে কোন কনুস্যলেট খুলতে দেওয়া হবে না।
দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে দেশটিতে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ করেছে সৌদি আরব। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদির আলোচনার পরও এই নিয়োগ করা হয়।
জর্ডানে একটি অনুষ্ঠানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে নতুন রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্র পেশ করা হয়েছে। তিনি ফিলিস্তিনে অনাবাসিক দূত হিসেবে কাজ করবেন।
ফিলিস্তিনে নবনিযুক্ত দূত সৌদির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের চাচাত ভাই। ফিলিস্তিনে তার পদবী হবে অনাবাসিক জেরুজালেম কাউন্সিল জেনারেল।
এই বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, এর অর্থ হলো জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে সৌদি আরব। আর তাই জেরুজালেমে সৌদিকে কোন কনস্যুলেট খুলতে দেওয়া হবে না।







