পবিত্র রমজান মাস উপলক্ষে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েল। জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ইসরায়েলের এই সিদ্ধান্ত না মানার আহ্বান জানিয়েছে দেশটির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, আসন্ন পবিত্র রমজান মাসে মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে বিধিনিষেধ আরোপ করবে ইসরায়েলের নেতানিয়াহু সরকার। একে ইহুদিদের ধর্মীয় যুদ্ধের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করে এই বিধিনিষেধের নিন্দা জানিয়েছে হামাস। এই সিদ্ধান্তকে অপরাধমূলক উল্লেখ করে জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের তা না মানার আহ্বান জানিয়েছে তারা।
আল-আকসা মসজিদ মুসলমানদের পবিত্র স্থান হারাম আল-শরিফ এবং ইহুদিদের পবিত্র স্থান টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। এটি ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষের একটি গভীর সংবেদনশীল ফ্ল্যাশপয়েন্ট। এই স্থানটি নিয়ে ২ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সাধারণত রমজানের সময় বৃদ্ধি পায়। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে বিষয়টি নিয়ে উত্তেজনা আরও বাড়তে পারে।
প্রায়ই নিরাপত্তার কারণ দেখিয়ে আল-আকসা প্রাঙ্গণে প্রার্থনাকারীর সংখ্যা সীমিত করে আসছে ইসরায়েল। এর আগে, বহুবার রমজান মাসে এই স্থানটিতে সহিংস অভিযানও চালিয়েছে ইসরায়েলি বাহিনী।







