অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বসবাসকারী ১১ লাখের বেশি ফিলিস্তিনিকে ২৪ ঘণ্টার মধ্যে সরে যেতে বলেছে ইসরাইল। গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ উত্তরাঞ্চলে বাস করেন।
শুক্রবার ১৩ অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে জাতিসংঘকে এ কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ ইসরাইলের এই নির্দেশ বাতিলের জন্য জোরালোভাবে কাজ করছে। জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে মূল গাজা সিটি, জাবালিয়া শরণার্থী শিবির, বেইত লাহিয়া ও বেইত হানুন অঞ্চল রয়েছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ইসরায়েলের এমন পদক্ষেপ গাজায় চলমান ট্র্যাজেডিকে আরও বেদনাদায়ক পরিস্থিতিতে রূপান্তরিত করতে পারে। গাজায় জাতিসংঘের সব কর্মী, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র, ক্লিনিকের কর্মীসহ সবাইকে সরিয়ে নিতে বলেছে ইসরায়েল।
জাতিসংঘ এক বিবৃতিতে বলে, ‘বিধ্বংসী মানবিক পরিণতি ছাড়া এ ধরনের আন্দোলন করা অসম্ভব বলে মনে করে জাতিসংঘ।’
ইসরায়েল গাজা সীমান্তে সৈন্য, ভারী কামান এবং ট্যাঙ্ক সংগ্রহ করে স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলে হামাস বাহিনীর আকস্মিক হামলার পর শনিবার থেকে গাজায় বিমান হামলা শুরু করে।







