গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ৪ জিম্মিকে উদ্ধারে এদিন গাজার মধ্যাঞ্চলে শরণার্থী ক্যাম্পটিতে ব্যাপক হামলা চালায় তারা। এতে অন্তত ২১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার ৮ জুন গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন ৪০০ জনেরও বেশি মানুষ। আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আওদা এবং দেইর এল-বালাহর আল-আকসা হাসপাতালে নেয়া হয়েছে।
যে ৪ জিম্মিকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে গত ৭ অক্টোবর একটি কনসার্ট থেকে ধরে গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা। এই ৪ জনকে কঠিন এক অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। অভিযানটি চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্যরা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, জিম্মিদের উদ্ধারের সময় নুসেইরাতে জল, স্থল ও আকাশ তিন পথেই হামলা চালানো হয়। উদ্ধারকৃতরা হলেন- নোয়া আরগামানি (২৫), আলমোগ মের জান (২১), আন্দ্রে কোজলোভ (২৭) এবং সলমি ঝিভ (৪০)।
হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ৯ মাস যুদ্ধ করার পর চার জিম্মিকে উদ্ধার করার বিষয়টি ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা। এটি কোনো অর্জন নয়।









