মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারাতে শুরু করেছে।
বিবিসি জানিয়েছে, গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দাতাদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে কিন্তু এই মুহূর্তে তাদের পাশে ইউরোপীয় ইউনিয়ন রয়েছে এবং তাদের সমর্থনেরও দরকার আছে। কিন্তু নির্বিচারে বোমা হামলার মাধ্যমে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।
বাইডেন বলেছেন, হামাসকে নির্মূল করার প্রয়োজনীয়তা নিয়ে কোনও প্রশ্ন নেই এবং ইসরায়েলের এটি করার সম্পূর্ণ অধিকার রয়েছে। তিনি বলেন, ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে রক্ষণশীল সরকার এবং নেতানিয়াহুকে তার সরকারকে পরিবর্তন করতে হবে। পাশাপাশি একটি দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে ভাবতে হবে। ইসরায়েলের এই সরকার নেতানিয়াহুর জন্য এটিকে খুব কঠিন করে তুলছে। তারা দ্বি-রাষ্ট্রীয় সমাধান চায় না।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়লের প্রতি অটুট সমর্থন দেখিয়ে আসছে বাইডেন। দেশটিকে ব্যাপক গোলাবারুদও সরবরাহ করেছে দেশটি। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ করে আসছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক।








