চলতি সপ্তাহের মধ্যেই গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিবিসি একটি প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও বলেছেন, শিগগিরই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে।
এদিকে, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলে বেশি হতাহত হয়েছে। ওই অঞ্চলে গত একশ’ দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।









