গাজা উপত্যকায় ইসরায়েল তাদের সামরিক অভিযান শুরু করার পর থেকে তারা হামাসের ১৩০টি সুড়ঙ্গ ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
সংবাদ মাধ্যম সিএনবিসি জানিয়েছে, গতকাল (৮ নভেম্বর) বুধবার একটি টেলিগ্রাম পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাসের ১৩০টি সুড়ঙ্গ ধ্বংস করার দাবি জানিয়েছে। তারা জানায়, সবগুলো সুড়ঙ্গই হামাসের যোদ্ধারা ব্যবহার করতেন। হামাসের ব্যবহার করা সুড়ঙ্গ শনাক্ত, উন্মুক্ত ও ধ্বংস করার কাজ অব্যাহত আছে।
ইসরায়েলের হামলার পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় কেউ প্রবেশ করতে বা বের হতে ইসরায়েলের অনুমতির প্রয়োজন পড়ে। এমন পরিস্থিতিতে গাজায় গোপনে পণ্য আনা-নেওয়ার জন্য এসব সুড়ঙ্গ ব্যবহার করা হয়। এছাড়াও হামাস তাদের সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা এবং নিজেদের নিরাপত্তার জন্য সুড়ঙ্গগুলো ব্যবহার করে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় গাজা উপত্যকার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এই হামলার পর পরই ইসরায়েল গাজা ভূখণ্ডে পাল্টা হামলা শুরু করে। গাজায় তাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে।








