৩ মাস আগে এক হামলায় গাজার সশস্ত্র বাহিনী হামাসের তিন শীর্ষস্থানীয় নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘোষণা দিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, তিন মাস আগে একটি হামলায় গাজায় তিনজন সিনিয়র হামাস নেতা নিহত হয়েছেন। এই তিন নেতা গাজার উত্তরাঞ্চলে একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডে লুকিয়ে ছিলেন এবং বিমান হামলায় নিহত হন।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামলায় গাজা উপত্যকায় হামাস সরকারের প্রধান রাউহি মুশতাহা এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর নিরাপত্তা পোর্টফোলিওর প্রধান সামেহ আল-সিরাজ এবং একজন কমান্ডার সামি ওদেহ নিহত হয়েছেন। মুশতাহা হামাসের সবচেয়ে সিনিয়র নেতাদের একজন। সামরিক বাহিনী মুশতাহাকে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের “ডান হাত” বলে অভিহিত করেছে।
২০১৫ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর মুশতাহাকে ‘বিশেষভাবে মনোনীত বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছিল। এ ছাড়া ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনস মুশতাহাকে হামাসের গাজা পলিটব্যুরোর সদস্য হিসেবে বর্ণনা করেছে, যিনি গোষ্ঠীটির আর্থিক বিষয়গুলোও তদারকি করেন। অন্যদিকে সিরাজ ছিলেন পলিটব্যুরোর সদস্য। আর ওদেহকে গোষ্ঠীর অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার নেতা বলা হয়।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক আক্রমণে গাজায় কমপক্ষে ৪১ হাজার ৭৮৮ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।









