খেলাধুলার মঞ্চে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান ক্রমেই জোরালো হচ্ছে। প্রথমে স্পেন ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার দাবি জানানোর পর এবার একঝাঁক খেলোয়াড় উয়েফার কাছে সই করা পিটিশন পাঠিয়েছেন। সেখানে ইসরায়েলকে নিষিদ্ধের আহ্বান করছেন সবাই।
উয়েফার কাছে পাঠানো চিঠিতে ৫০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড় আওয়াজ তুলেছেন ইসরায়েলকে সব ধরণের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধের জন্য।
এই তালিকায় ফুটবলারদের মধ্যে আছেন পল পগবা, আনোয়ার এল ঘাজি, চিয়েক ডৌকুরে, হাকিম জিয়েক এর নাম। ফুটবলার ছাড়া আরো আছে ইংলিশ সাবেক ক্রিকেটার মঈন আলী, ইংলিশ বক্সার খাদিজা মোল্লা, ইংলিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা।
২৭ সেপ্টেম্বর তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাসিওমাঙ্গলু আন্তর্জাতিক ফুটবলের কর্তাদের কাছে সর্বশেষ দাবি জানিয়ে বলেছেন, ‘এখন ফিফা ও উয়েফার সময় হয়েছে ইসরায়েলকে নিষিদ্ধ করার।’
চিঠির শেষ অংশে লেখা হয়, ‘আমরা উয়েফাকে আহ্বান জানাই, অবিলম্বে যেন ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়। যত দিন না তারা আন্তর্জাতিক আইন মেনে চলে, বেসামরিক মানুষ হত্যা ও অনাহার সৃষ্টি বন্ধ করে।’
‘অন্যায়ের মুখে খেলাধুলা নিরপেক্ষ থাকতে পারে না। নীরব থাকা মানে হল মেনে নেয়া যে কিছু মানুষের জীবন অন্যদের জীবনের চেয়ে কম মূল্যবান। আমরা বিশ্বাস করি, সব দেশ ও সব মানুষের জন্য একটাই মানদণ্ড থাকা উচিত কোন দ্বিচারিতা ছাড়া ন্যায়বিচার।’
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও ইসরায়েলকে ফুটবল থেকে সাময়িক বহিষ্কারের আহ্বান জানিয়েছে। সর্বশেষ দুটি ফিফা কংগ্রেসে একই দাবি তুলেছে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।









