ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালিয়ে বিধ্বস্ত করেছে ইসরায়েল। এর পাল্টা আক্রমণ হিসেবে ইয়েমেন থেকে হুথিরা দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ সোমবার (৭ জুলাই) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, আজ ভোরে ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনের হোদেইদা, রাস ইসা ও সালিফ বন্দর এবং কানতিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। হামলার পর ইয়েমেনের হুথিরা ইসরায়েলকে লক্ষ্য করে দুটি মিসাইল হামলা চালিয়েছে।
রবিবার হুথিরা ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এই হামলা করা হয়েছে বলে দাবি করা হয়। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা প্রজেক্টাইলগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং প্রচেষ্টা সফল হয়েছে কি না তদন্ত করছে।









