প্রথমবারের মতো হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েকে হত্যার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয। জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়।
আজ (২৪ ডিসেম্বর) মঙ্গলবার বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল কাৎয এক ভাষণে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এ মন্তব্য করেছেন। কাৎয তার ভাষণে আরও বলেছেন যে, ইসরায়েল হুথিদের বিরুদ্ধে ‘কঠোর আক্রমণ’ করবে এবং এর নেতৃত্বের ‘শিরোচ্ছেদ’ করবে।
সিনিয়র একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা নব্বই ভাগ শেষ হয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনো বাকী আছে। যেমনটি আমরা হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং হাসান নাসরাল্লাহকে করেছিলাম তেহরান, গাজা ও লেবাননে। সেটিই আমরা করবো হোডেইডা এবং সানায়।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তিনি কোন সময়সীমা উল্লেখ করেননি।









