সৌদি আরবের রিয়াদে চলছে ইসলামিক সলিডারিটি গেমসের ষষ্ঠ আসর। প্রতিযোগিতায় ভারোত্তোলন ইভেন্টে ৫৩ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের মারজিয়া আক্তার ইকরা ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
গেমসের এবারের আসরে ৫৭টি দেশ অংশ নিয়েছে। ভারোত্তোলনের ৫৩ কেজি বিভাগে ৮টি দেশ অংশ নিয়েছিল। তুরস্ক চ্যাম্পিয়ন হয়েছে, ইন্দোনেশিয়া রানার্সআপ।
বাংলাদেশের মারজিয়া জিতেছেন ব্রোঞ্জ। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তিনি ১৬৩ কেজি ভার তোলেন। স্ন্যাচে ৭২, ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯২ কেজি।
এদিন বাংলাদেশের আরও দুই ভারোত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজিতে বৃষ্টি পঞ্চম, ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হন। রোববার এসএ গেমসে দুবারের স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তর খেলা রয়েছে।









