টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে সরব দেশেরে ক্রিকেটাঙ্গন। এরইমধ্যে পদত্যাগ করেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইশতিয়াক সাদেক। শুরুতে পদত্যাগের কারণ জানা না গেলেও বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন ইশতিয়াক।
গত অক্টোবরে বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইশতিয়াক। শনিবার বিসিবিতে পদত্যাগ পত্র জমা দেন রংপুর রাইডার্সের অন্যতম কর্ণধার।
এদিন বিসিবির বোর্ড সভাতেও উপস্থিত ছিলেন না ইশতিয়াক। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তার পদত্যাগের কারণ জানতে চাওয়া হয় বিসিবির মুখপাত্রদের কাছে। সেখানে উপস্থিত থাকা বিসিবি পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর জানান ইশতিয়াকের পদত্যাগের কারণ।
বলেছেন, ‘ইশতিয়াকের বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। পারিবারিক সমস্যা আছে। আমাদের যখন ক্রিকেট কনফারেন্সটা হয়, তারপর আমাদের প্রাইম ব্যাংক স্কুল নিয়ে আমাদের ৯-১০ তারিখ আমাদের বসার কথা, আমরা বসেছি স্কুল টুর্নামেন্ট। তারপর থেকে তিনি অনুপস্থিত। তিনি কোনোভাবে বোর্ড সভায় আসেন না। তাকে পাওয়া যায় না। পুরো পারিবারিকভাবে উনি সম্পৃক্ত।’
‘আমরা তাকে কোথাও পাচ্ছি না। উনি আসেন না বিসিবিতে। আপনারা দেখেননি নিশ্চয়ই বিপিএলে রংপুর রাইডার্স… তাকে দেখা যায়নি, শুধু বোধহয় অকশনে দেখেছেন তাকে সবশেষ। তিনি যে চিঠিটা পাঠিয়েছেন প্রেসিডেন্ট বরাবর সেটা হচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এটার বাইরে কোনো কিছু কথা বলেননি। ওটার প্রেক্ষিতে বিসিবি প্রেসিডেন্ট বোর্ডের মিটিংয়ে বলেছেন আমাদের, পরবর্তীতে উনি ইশতিয়াক ভাইয়ের সাথে কথা বলবেন।’
এর আগে গত শুক্রবার বোর্ডের বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে যান আরেক পরিচালক মুখলেসুর রহমান। ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।







