অরনী নামে এক মেয়েকে এলাকার বখাটে তারিকুল উত্যক্ত করে। নানাভাবে অরনীর কাছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সে মোটেও পাত্তা দেয় না। তার আবার দুইদিকে সমস্যা। সে তারিকুলকেও থামাতে পারে না আবার বাবার কাছেও বলতে পারে না।
এর মধ্যে তরিকুল মিরাজ নামে এক ছেলেকে টাকা দিয়ে ম্যানেজ করতে চায়। মিরাজ আইটি এক্সপার্ট। সে যাতে অরনীর আইডি হ্যাক করে দেয়। সে তাহলে তার গতিবিধি লক্ষ্য করতে পারবে। কিন্তু মিরাজ বেঁকে বসে। সে মেয়েটার প্রতি মায়ায় জড়িয়ে যায়। তারিকুলও দুইজনের বিরুদ্ধে মরিয়া হয়ে ওঠে।
এই রকম এক যন্ত্রণাময় অবস্থায় অরনী কী করবে? মিরাজই বা কতটুকু হেল্প করবে এই নারী উত্যক্তকারী সন্ত্রাসীর বিরুদ্ধে। এমনই এক টানটান গল্প নিয়ে নির্মিত হয়েছে আশা মাল্টিমিডিয়া নিবেদিত ইশতিয়াক আহমেদ পরিচালিত নাটক ‘মন খারাপের দিনে’।
আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান বলেন, আমরা এটিভি ইউএসএ’র মাধ্যমে বাংলা নাটককে আমেরিকাসহ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। সে কারণে আমাদের যাত্রা শুরু করেছি। ভালো একটি গল্পে নির্মিত এই নাটকটি দেখে সকলেই বিনোদিত হবে এবং সামাজিক একটি মেসেজ পাবে। দর্শকের সহযোগীতা পেলে আমরা নিয়মিত নাটক নিয়ে আসতে চাই।
ঢাকা ও ঢাকার বাইরে চিত্রায়িত নাটকটিতে অভিনয় করেছেন আরশ খান, সামিরা খান মাহি, রওনক রিপন, খলিলুর রহমান কাদেরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রাজু আহসান, জ্যাক সজলসহ অনেকে।
নাটকটি ইশতিয়াক আহমেদের কথায়, তাসনুভের সংগীতে নিজের সুরে গান গেয়েছেন লুৎফর হাসান। নাটকটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। গল্প ও চিত্রনাট্যও তার। প্রধান সহকারী পরিচালক ছিলেন আজহারুল ইসলাম অভি। বৃহস্পতিবার এটিভি ইউএসএ’র ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।









