গেল বছরের শেষে মুক্তি পাওয়া তুমুল আলোচিত অ্যাকশান থ্রিলার ছবি ‘মার্কো’ আবারও আলোচনায়। উন্নি মুকুন্দন অভিনীত এই ছবিটি প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও ঝড় তুলে। সিনেমাটি কেবল মালায়ালাম বক্স অফিসে অসাধারণ সাফল্য অর্জন করেনি, বরং অন্যান্য আঞ্চলিক বক্স অফিসেও সফল হয়। যার মধ্যে হিন্দিভাষি দর্শকও রয়েছেন।
উন্নি অভিনীত এই ‘মার্কো’ ছবিটিকে দেয়া হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ‘ভায়োলেন্ট’ ছবির তকমা! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির সফলতা নিয়ে কথা বলেছেন উন্নি মুকুন্দন।
অভিনেতা এসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন দক্ষিণের দুই সুপারস্টার তারকা থালাপতি বিজয় এবং যশের! অ্যাকশন থ্রিলার হিসেবে থালাপতি বিজয়-এর সিনেমা ‘লিও’ এবং যশ-এর ‘কেজিএফ’-কে অ্যাকশন থ্রিলারের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান যে, এই দুটি সিনেমাই তাকে অনুপ্রাণিত করে এবং তার ইচ্ছা ছিল যে মালায়ালাম ভাষায়ও এমন ধাঁচের সিনেমা তৈরি করবেন।
তার কথায়,“কেরালায় যখন ‘কেজিএফ’ এবং ‘লিও’র মতো সিনেমাগুলো সাফল্য পায়- তখন সেগুলো কেরালার পুরো বাজারে প্রভাব ফেলে। এমন ধাঁচের সিনেমা আমাদের দর্শকরা কীভাবে নিবে, সেই রাস্তাও তৈরী করে দেয় ওই দুটি সিনেমা।”
‘মার্কো’ অভিনেতার মাথায় ছিলো, তাকেও নিজের ইন্ডাস্ট্রির জন্য ওই দুটি আইকনিক সিনেমার মানের কিছু আনতে হবে, তবে তার বাজেটের সীমাবদ্ধতা ছিল। তবুও পুরো চেষ্টা করেছেন, এবং সফল হয়েছেন।
উন্নির এই ছবিটি সব বয়সী দর্শকদের জন্য বিবেচনা করেনি ভারতের সেন্সর বোর্ড। নৃশংসতার মাত্রা মারাত্মক পর্যায়ে থাকায় ‘মার্কো’ শুধু প্রাপ্ত বয়স্করাই দেখার সুযোগ পেয়েছেন। তবে, এই সুপারস্টার আশ্বস্ত করেছেন যে তার পরবর্তী সিনেমাটি এমন হবে যা পরিবার এবং শিশুদের জন্য উপযুক্ত। যারা ‘মার্কো’ দেখতে পারেননি, তাদের জন্য আগামি সিনেমাটি সার্থক অভিজ্ঞতা হবে।









