চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে বাড়ছে আইএস’র উপস্থিতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:41 pm 28, August 2024
আন্তর্জাতিক
A A
Advertisements

গত কয়েক সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশে একাধিক হামলার ঘটনা ঘটেছে। আইএসের সক্রিয়তার সর্বশেষ উদাহরণ হলো জার্মানির সোলিংগেনে ছুরি হামলার ঘটনা। আইএস তার দায় স্বীকার করেছে।

আইএসের মুখপত্র আমাক জানিয়েছেন, ফিলিস্তিন ও অন্যত্র মুসলিমদের ওপর যে আক্রমণ হচ্ছে, তার প্রতিশোধ নিতে একদল খ্রিস্টানকে টার্গেট করা হয়েছে।

ভায়োলেন্স প্রিভেনশন নেটওয়ার্কের (ভিপিএন) থমাস মুকা বলেছেন, চরমপন্থিরা মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে ব্যবহার করে তাদের কার্যকলাপ বাড়াতে চাইছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে হামলা চালায়। তারপর ইসরায়েল গাজায় হামলা শুরু করে এবং প্রচুর মানুষ মারা যান। মুকা বলছেন, এরপর পশ্চিম ইউরোপে ২০২২ এর তুলনায় আক্রমণ ও আক্রমণের চেষ্টা চারগুণ বেড়েছে।’

গত কয়েক সপ্তাহে ইউরোপের একাধিক দেশে হামলার ঘটিনা ঘটেছে। তবে সবকটির পিছনে আইএস আছে কিনা তা স্পষ্ট নয়। জার্মানিতে যেদিন হামলা হয়েছে, সেদিনই দক্ষিণ ফ্রান্সে একটি সিনাগগের বাইরে দুইটি গাড়িতে বিস্ফোরণ হয়।

অস্ট্রিয়ার কর্তৃপক্ষ আগস্টের শুরুতে দুইজন সন্দেহভাজন আইএস কর্মীকে গ্রেপ্তার করেছে। তারা মার্কিন গায়ক টেইলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনা করেছিল। তার প্রধান চক্রান্তকারী একজন ১৯ বছর বয়সী অস্ট্রিয়ান, যার পরিবার নর্থ ম্যাসিডোনিয়া থেকে এসেছিল। গ্রেপ্তার করার সময় সে নিজেকে ও সেইসঙ্গে প্রচুর মানুষকে মারতে চেয়েছিল বলে অস্ট্রিয়ার পুলিশ জানিয়েছে। ওই কনসার্টটি পরে বাতিল করা হয়।

মে মাসের শেষের দিকে জার্মানিতে বসবাসকারী এক আফগান একজন পুলিশ অফিসারসহ পাঁচজনকে আক্রমণ করে। পুলিশ অফিসার গুরুতর আহত হন। প্যাক্স ইউরোপের চেয়ারম্যানকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছিল। এই সংগঠন ইসলামের সমালোচক। আইএসের সঙ্গে এই আক্রমণের সরাসরি যোগাযোগ পাওয়া যায়নি, তবে তদন্তকারীরা জানায়, এই আক্রমণ ‘ধর্মীয় কারণে’ করা হয়েছিল।

এই ধরনের আক্রমণ বাড়তে থাকায় জার্মানি ও ফ্রান্সে কর্মকর্তারা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন। জার্মানিতে ইউরো কাপ ও ফ্রান্সে অলিম্পিক নিয়ে তাদের চিন্তা ছিল। তবে দুইটি ইভেন্টেই শান্তি বজায় ছিল। যদিও সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল এবং সীমান্তেও নিয়ন্ত্রণ জারি ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর পশ্চিম ইউরোপে সাতটি আক্রমণের ঘটনায় ২১ জন মারা গেছেন। মুকা মনে করেন, আক্রমণের ঘটনা বেড়ে যাওয়াটা খুব অবাক হওয়ার মতো ঘটনা নয়। তিনি বলেছেন, আইএস পশ্চিম ইউরোপকে টার্গেট করেছে। তাদের ইচ্ছা, এখানে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়া এবং সমাজকে বিভক্ত করা, যাতে তারা আরও মানুষকে তাদের কাজে যুক্ত করতে পারে।

তবে সাম্প্রতিক সময়ে আইএসের সবচেয়ে বড় আক্রমণ পশ্চিম ইউরোপ নয়, রাশিয়ায় হয়েছে। ২০২৪ সালের মার্চে কনসার্ট হলে আইএসের আক্রমণে ১৪০ জন মারা গেছেন। আমাক তখন জানিয়েছিলেন, ইসলামিক স্টেট সেনারা খ্রিস্টানদের একটা বড় জমায়েতে আক্রমণ করে শতাধিক মানুষকে মেরেছে বা আহত করেছে।

২০১৯ সালে অনেকে মনে করেছিলেন, মধ্যপ্রাচ্যে আইএসকে হারানো সম্ভব হয়েছে। ইউরোপেও তাদের আক্রমণ অনেক কমে যায়। কিন্তু এখন আবার যে নতুন করে আক্রমণ শুরু হয়েছে, তাতে বোঝা যাচ্ছে তারা আবার ফিরে এসেছে।

মুকা বলেছেন, ইউরোপে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের দুই তৃতীয়াংশের বয়স ১৯ বছরের মধ্যে। এমন পদ্ধতিতে তাদের কাছে আবেদন জানানো হচ্ছে, যা এই বয়সীদের আকৃষ্ট করে। তাদের নিয়োগ করার ক্ষেত্রে ইন্টারনেট একটা বড় ভূমিকা পালন করছে।

বিশেষজ্ঞদের বক্তব্য

অদূর ভবিষ্যতে পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের ঘটনার কারণে আগামী বছরগুলোতেও উগ্রপন্থা বাড়বে। তারা মনে করছেন, জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ‘ছুরিহীন এলাকা’ তৈরি করার যে পরিকল্পনার কথা বলেছেন, তাতে কাজ হবে না। তাদের মতে, কেউ যদি ছুরি নিয়ে কাউকে মারতে যায়, তাহলে এই নিষেধাজ্ঞা সে মানবে না।

তবে মুকা বলেছেন, ৭ অক্টোবরের পর থেকে আমাদের কাউন্সেলিং হটলাইনে ফোন আসার সংখ্যা প্রচুর বেড়েছে। সেখানকার অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, প্রথম পর্যায়েই আমাদের চরমপন্থার দিকে ঝোঁক থামাতে হবে।

তিনি বলেছেন, যাদের চরমপন্থায় প্রশিক্ষিত করা হচ্ছে, তাদের চরিত্রের মধ্যে একটা পরিবর্তন আসে। সেটা তার পাশে থাকা মানুষেরা বুঝতে পারেন। সেটা কর্তৃপক্ষকে রিপোর্ট করাটা খুবই জরুরি। এই সন্ত্রাস ও উদ্রপন্থাকে থামানোর জন্য তরুণ প্রজন্মের সাহায্য পাওয়াটা খুবই জরুরি।

সোর্স: ডয়চে ভেলে
ট্যাগ: আইএসডয়চে ভেলেডিডাব্লিউডিডাব্লিউ স্টোরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সার আমদানিতে যত অর্থ প্রয়োজন, দেয়া হবে: অর্থ উপদেষ্টা

পরবর্তী

কোপা লিবার্তোদোরেস খেলতে গিয়ে মারা গেছেন ফুটবলার

পরবর্তী

কোপা লিবার্তোদোরেস খেলতে গিয়ে মারা গেছেন ফুটবলার

গণত্রাণ কর্মসূচির ৬ দিনে সংগ্রহ সাড়ে ৭ কোটি টাকা

সর্বশেষ

নির্বাচনকে ঘিরে সারাদেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার

January 22, 2026

সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, বিসিবি-সরকার যা বলবে সেটাই হবে

January 22, 2026

বিশ্বকাপ ইস্যুতে বিসিবি-ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে আসিফ নজরুল

January 22, 2026
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি

January 22, 2026

জন্মস্থান মেদিরায় রোনালদোর ভাস্কর্যে আগুন

January 22, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version