চলতি বছর সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘বার্বি’। মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। দেড় মাসেই সিনেমাটি উঠে গেছে ২০২৩ সালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকার শীর্ষে। গুঞ্জন শোনা যাচ্ছে ‘বার্বি টু’ আসছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন ‘বার্বি’ চরিত্রের অভিনেত্রী মারগট রবি।
মারগট রবি এপি এন্টারটেইনমেন্টকে বলেছেন, ‘আমি মনে করি আমরা এই ছবিতেই পুরোটা দিয়েছে। আমরা ট্রিলোজি বা এরকম কিছু তৈরি করিনি। গ্রেটা এই ছবিতেই সবটুকু দিয়ে দিয়েছেন। তাই এরপর কী হতে চলেছে ভাবতে পারছি না।’
অভিনেত্রীর এই মন্তব্যে খুশি বেশিরভাগ ভক্ত। গ্রেটা সিকুয়েল নিয়ে তাড়াহুড়ো করছেন না জেনে ভক্তরা খুশি। তবে কেউ কেউ হতাশ হয়েছেন প্রিয় ছবির সিকুয়েল শিগগির আসছে না জেনে।
‘বার্বি’র সিকুয়েলের পাশাপাশি গুঞ্জন উঠেছে ‘কেন’ মুভিরও। অনেকেই মনে করছেন রায়ান গসলিংকে মূল চরিত্রে রেখে গ্রেটা গারউইগের ‘কেন’ নির্মাণ করা উচিত।
সূত্র: কইমই







