ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। এদিন দুপুর ২টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাখা হয় তার মরদেহ। দল মত নির্বিশেষে লাখো জনতার উপস্থিতি এখন আলোচনার কেন্দ্রে!
ওসমান হাদির জানাজা মুহূর্তের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন অভিনেতা ইরফান সাজ্জাদ। লিখেন,“আপনি জিতে গেছেন ‘হাদি’! বলেছিলেন সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান তাহলে সেটাই আলহামদুলিল্লাহ! আর আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে!”
দেশের রাজনীতিবিদদের ইঙ্গিত করে এই অভিনেতা এসময় লিখেন,“বছরের পর বছর রাজনীতি করা কোন রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনি মরে গেলে এর ধারে কাছে মানুষ আপনার জানাযায় আসবে বা আপনাকে মনে রাখবে?”
ইরফান সাজ্জাদ বলেন,“রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য! আবার বলি আপনি জিতে গেছেন হাদি… দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।”









