বেশ আগেই আলোচনায় ছিল ইসরায়েল নিষিদ্ধ হতে পারে উয়েফা থেকে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শান্তি প্রস্তাবের জেরে সেটি স্থগিত করে ইউরোপ ফুটবলের অভিভাবক সংস্থা। আবারও উঠেছে একই বিষয়ে আলোচনা। এবার ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবিতে উয়েফার কাছে প্রস্তাব পাঠাচ্ছে আয়ারল্যান্ড, জানাচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই)।
শনিবার উয়েফার কাছে ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব জমা দেয়ার পক্ষে ভোট দিয়েছে এফএআই। প্রস্তাব ছিল, ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতাগুলো থেকে দেশটিকে নিষিদ্ধ করা।
প্রস্তাবটি আইরিশ ক্লাব বোহেমিয়ানসের মাধ্যমে আসে। ক্লাবটি জানায়, প্রস্তাবের জন্য ফেডারেশনের ৫০ শতাংশ প্রতিনিধির সমর্থন প্রয়োজন ছিল। পরে সংখ্যাগরিষ্ঠ সমর্থনে পাস হয়েছে।
ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার দুটি আইন লঙ্ঘন করেছে, এমন অভিযোগ এসেছে আয়ারল্যান্ড ফুটবলের দিক থেকে। এফএআই বিবৃতিতে বলেছে, ‘প্রথমটি হল ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মতি ছাড়াই অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ক্লাব আয়োজন এবং দ্বিতীয়টি হল বর্ণবাদবিরোধী কার্যকর নীতি প্রয়োগে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যর্থতা।’
উয়েফার নির্বাহী কমিটির পরের সভা ৩ ডিসেম্বর, সুইজারল্যান্ডের নিয়নে। ১৬ নভেম্বর মলদোভার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করবে ইসরায়েল। দেশটি বিশ্বকাপ বাছাইপর্বে নিজ গ্রুপে তিনে রয়েছে।









