অস্ট্রেলিয়া ঘোষণা করেছে, সিডনি ও মেলবোর্নে ইহুদিদের বিরুদ্ধে পরিচালিত হামলার জন্য ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে। ইরান সরকার এই হামলার নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেছে অস্ট্রেলিয়া।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজে বলেন, এই হামলাগুলো বিপজ্জনক আক্রমণ, যা একটি বিদেশি দেশের পরিকল্পনায় করা হয়েছে। গত বছর সংঘটিত এই হামলায় কোনো ব্যক্তি আহত হননি।
অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এএসআইও) প্রধান মাইক বার্জেস জানান, তার সংস্থার কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যে ইরান সম্ভবত আরও ইহুদিবিরোধী হামলার পরিকল্পনায় জড়িত।
অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দূত আহমদ সদেঘি এবং আরও ৩ জন ইরানি কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে দেশ ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ইরান এই অভিযোগের ওপর কোনো মন্তব্য করেনি।
বার্জেস বলেন, ইরান তার জড়িত থাকার তথ্য লুকানোর চেষ্টা করেছে, তবে এএসআইও অনুমান করছে তারা গত বছরের ২০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আডাস ইস্রায়েল সিনাগগ হামলার পেছনে ছিল।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই প্রথমবার অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে।
পেনি ওং আরও জানান, অস্ট্রেলিয়া তেহরানের সঙ্গে কিছু কূটনৈতিক সংযোগ বজায় রাখবে, তবে কর্মীদের নিরাপত্তার কারণে ইরান দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে।
তিনি অস্ট্রেলিয়ান নাগরিকদের ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেন এবং দেশটিতে থাকা নাগরিকদের নিরাপদ থাকলে এখনই দেশে ফেরার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আলবেনিজে জানান, তার সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করবে।









