ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ ইরানিরা আত্মসমর্পণকারী নয়।
বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, আমেরিকানদের জানাতে হবে যে ইরানি জাতি আত্মসমর্পণকারী নয় এবং তাদের পক্ষ থেকে যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির কারণ হবে।
দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, খামেনি বলেছেন, ইরান আরোপিত যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে, ঠিক যেমন তারা আরোপিত শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে। তবে আরোপিত যুদ্ধের মুখে এই জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না।
তার এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন এবং যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলকে সহায়তা করতে মার্কিন বাহিনীর অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছেন।









