ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘদিন পর তাকে জনসম্মুখে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার সমর্থকরা।
শনিবার (৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাথে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ শনিবার তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে জনসমক্ষে উপস্থিত হন খামেনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এসময় খামেনিকে কালো পোশাকে মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেছে। তখন মঞ্চের সামনে ভিড় করা জনগণ মুষ্টিবদ্ধ হাতে স্লোগান দিচ্ছে ‘আমাদের শিরার রক্ত, আমাদের নেতার জন্য!’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ৮৬ বছর বয়সী এই নেতা লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন। এসময় মসজিদে উপস্থিত জনগনের করতালিতে সাড়া দেন তিনি।
জানা গেছে, প্রকাশিত ভিডিওটি তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খামেনির নামে নামকরণ করা ‘ইমাম খামেনি’ মসজিদে ধারণ করা হয়েছে।
এর আগে ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা খা্মেনি গত সপ্তাহে রেকর্ড একটি ভিডিওবার্তায় কথা বলেন, তবে ১৩ জুন ইসরায়েলের আকস্মিক বিমান হামলার আগে থেকে তিনি জনসমক্ষে ছিলেন না। তার সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি ছিল ওই হামলার দুই দিন আগে, সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তখন।









