পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার জবাবে ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে ইরান।
আজ (১৩ জুন) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার ধরন ও মাত্রা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে জরুরি আলোচনা চলছে।
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার চড়া মূল্য দিতে হবে ইসরায়েলকে। আমাদের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিতে প্রস্তুত। এই হামলার পরিণতি ইসরায়েলের জন্য হবে ভয়াবহ। আমরা যে প্রতিশোধ নেব, তা ফলাফল নির্ধারণ করবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাকে ‘টার্গেটেড অপারেশনে’ আঘাত হানা হয়েছে। তার ভাষায়, যত দিন প্রয়োজন, তত দিন এমন অভিযান চলবে। ইরানের পরমাণু অস্ত্র তৈরিতে জড়িত বিজ্ঞানীদেরই এই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
শুক্রবার ভোরে রাজধানী তেহরান এবং নাতাঞ্জ শহরে চালানো এই হামলায় দেশটির বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং দীর্ঘদিনের পরমাণু বিজ্ঞানী ড. ফারেদুন আব্বাসি নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে।









