মেয়েদের কাবাডি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে ইরান, নেপাল ও চাইনিজ তাইপে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ উগান্ডার বিপক্ষে আধিপত্য বিস্তার করে জিতেছে। এরপর গড়ানো ম্যাচে পোল্যান্ডকে সহজেই হারিয়েছে ইরান। চাইনিজ তাইপের সামনে দাঁড়াতে পারেনি কেনিয়া। অন্য ম্যাচে জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল।
ইরান ২০১২ সালে হওয়া প্রথম নারী কাবাডি বিশ্বকাপের রানার্সআপ দল। পোল্যান্ডকে ৫৫-১১ ব্যবধানে হারিয়েছে তারা। প্রথমার্ধে ৩৬-২ পয়েন্টে এগিয়ে ছিল দলটি। প্রথমার্ধে তিনবার অলআউট হয়েছে পোল্যান্ড। দ্বিতীয়ার্ধে আরও একবার।
দাপুটে জয়ে নারী কাবাডি বিশ্বকাপ শুরু করেছে চাইনিজ তাইপে। আসরের অন্যতম শক্তিশালী দলটি সোমবার ৩৮-১৬ পয়েন্টে হারিয়েছে কেনিয়াকে। ২০-৭ পয়েন্টে প্রথমার্ধে এগিয়ে ছিল চাইনিজ তাইপে। প্রথমার্ধে প্রতিপক্ষকে একবার অলআউটও করেছে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে কেনিয়ানদের আরও একবার অলআউট করে দলটি।
উড়ন্ত সূচনা পেয়েছে নেপাল। জাঞ্জিবারকে ৫৮-১৬ পয়েন্টে হারিয়েছে তারা। প্রথমার্ধেই ২৩ পয়েন্টে এগিয়ে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে নেয় নেপাল। ৩০-৭ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে জাঞ্জিবারের বিপক্ষে নেপাল তোলে ২৮ পয়েন্ট তোলে।









