ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তবে ইসরায়েল যদি ইরানকে লক্ষ্যবস্তু করে আর কোনরকম হামলা পরিচালনা করে তাহলে তাদের আরও বড় ধরনের জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে দেশটি।
আল-জাজিরা জানিয়েছে, আজ (১৪ এপ্রিল) রোববার গভীর রাতে সিরিয়ায় ইরানের দূতাবাস ভবনে হামলার পর পাল্টা হামলায় ইরান ইসরায়েলে ২০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই হামলাকে তাদের প্রতিরক্ষা কর্মসূচি উল্লেখ করে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।
এই হামলার পর ইরান জোর দিয়ে বলে, ইসরায়েল সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালানোর পরই তারা আত্মরক্ষায় এমন কাজ করেছে। ইরান জানায়, তারা আশা করে যে, এই ধরনের পদক্ষেপ আর কোনভাবেই বৃদ্ধি পাবে না বা প্ররোচিত করবে না। এই বিষয়টি এখন সমাপ্ত বলেই মনে করা যেতে পারে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ওপর ইরানের হামলার ৯৯ শতাংশই প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের সব ফ্রন্টেই সৈন্য মোতায়েন করা হয়েছে। তারা এখন প্রস্তুত, তারা ইসরায়েলি ভূখণ্ড রক্ষার কাজে অব্যাহত রয়েছেন।
ইরানের পাল্টা হামলার পর ইসরায়েলের অভ্যন্তরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও মূল্যায়ন করা হচ্ছে। এই নজিরবিহীন হামলার পর ইরানকে ‘সন্ত্রাসের দেশ’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।







