ইরানের উত্তরাঞ্চলে ভূমিকম্পের ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি এবং ক্ষয়ক্ষতি নগণ্য বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ। তবে ভূমিকম্পের পরই সামাজিক যোগাযোগমাধ্যম এবং আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে—এই কম্পন কি আসলে কোনো গোপন পারমাণবিক পরীক্ষার ফল কি না।
ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে এনডিটিভি জানিয়েছে, ইরানের উত্তরাঞ্চলের সেমনান এলাকায় শুক্রবার (২০ জুন) শক্তিশালী ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সেমনান শহর থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়।
এনডিটিভি জানায়, এই কম্পন কি আসলে কোনো গোপন পারমাণবিক পরীক্ষার ফল কি না এমন আশঙ্কার কারণ হিসেবে বলা হচ্ছে, ভূমিকম্পটি ঘটেছে সেমনান স্পেস সেন্টার ও সেমনান মিসাইল কমপ্লেক্সের কাছাকাছি এলাকায়। এই দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ইরানের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচির কেন্দ্র হিসেবে পরিচিত।
বিশেষজ্ঞরা অবশ্য পারমাণবিক পরীক্ষা বা সামরিক বিস্ফোরণ সংক্রান্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশন এবং স্বাধীন সিসমোলজিস্টরা প্রাপ্ত সিসমিক তথ্য পর্যালোচনা করে নিশ্চিত করেছেন যে এটি একটি প্রাকৃতিক ভূমিকম্প ছিল।
ইরান ও ইসরায়েলের মধ্যে টানা নবম দিনে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিকে ঘিরেই মূলত এমন পারমাণবিক পরীক্ষা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা এই সম্ভাবনা নাকচ করে জানায়, পারমাণবিক বিস্ফোরণ এবং প্রাকৃতিক ভূমিকম্পের সিসমিক তরঙ্গ আলাদা বৈশিষ্ট্যের হয়, যা বিশ্লেষণে ধরা পড়ে।









