আইপিএলে বুধবারের সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে রানবন্যা হয়েছিল। দুই ইনিংস মিলিয়ে ৪০ ওভারের ম্যাচে মোট ৫২৩ রান উঠেছিল যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। এমন ম্যাচ নিয়ে টিপ্পনি কেটেছেন পাকিস্তানের সাবেক পেসার জুনাইদ খান।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে সাবেক এ তারকা আইপিএলের সর্বোচ্চ রান নিয়ে লিখেছেন, ‘ফ্লাট পিচ, ছোট বাউন্ডারি, আউটফিল্ডও বেশ দ্রুতগতির। এটাই আইপিএল। ২৭৮ রানের লক্ষ্য।’
দুই দলের বোলারদের মোট ৩৮টি ছক্কা হজম করা নিয়ে আরেকটি পোস্টে বাঁহাতি এ তারকা লিখেছেন, ‘সব কৃতিত্ব উইকেটের। ৪০ ওভারে আট উইকেটের বিনিময়ে ৫২৩ রান উঠেছে। এটা কি আসলে ক্রিকেট নাকি স্টিক ক্রিকেট?’
রেকর্ড ম্যাচে জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রেকর্ড ছক্কায় ব্যাটারদের দিনে দলটি জয় পায় ৩১ রান। সে কারণেই উপহাস করেছেন জুনাইদ খান।







